fbpx

সুন্দর একটি গোলাপ ফুল হিজাব স্টাইল (ভিডিও দেখে শিখে নিন)

একটা সময়ে শুধু পর্দা করার জন্যই হিজাব Hijab পরা হতো। কিন্তু বর্তমানে সব বয়সী নারী ও তরুণীদের কাছে হিজাবের Hijab ব্যবহার দারুণ এক ফ্যাশন Fashion হয়ে দাঁড়িয়েছে। হিজাবে Hijab বাইরের ধুলাবালি থেকে ত্বক ও চুলের সুরক্ষা দিতেও হিজাব Hijab কার্যকর।

তবে হিজাব Hijab পরার আগে অবশ্যই লম্বা হাতা বা থ্রি কোয়াটার হাতার পোশাক বেছে নিতে হবে। হিজাবের Hijab সঙ্গে ছোট হাতার পোশাক একদমই বেমানান।

 
এই গোলাপ ফুল হিজাবটি যেকোন পার্টি বা উৎসবে আপনাকে অনেক সুন্দর মানাবে।

গোলাপ ফুল হিজাব স্টাইল শিখতে ভিডিওটি দেখুন –

কমেন্টসমুহ
সিক্রেট ডাইরি সিক্রেট ডাইরি

Top