fbpx

বিশ্বে প্রথমবারের মতো কোরআন শরীফের আলোকে নির্মিত পার্ক চালু করলো দুবাই (ভিডিও)

বিশ্বে এই প্রথমবারের মতো পবিত্র কোরআন শরীফের আলোকে নির্মিত এক পার্ক চালু করলো দুবাই। আল কোরআন পার্ক নামের এই উদ্যানটি শুক্রবার আল খাওয়ানিজ অন্চলে উদ্বোধন করা হয়েছে। আকর্ষণীয় এই পার্কে প্রবেশে কোনো ধরণের ফি দিতে হবেনা বলে জানিয়েছে কতৃপক্ষ। ইসলাম ছাড়াও অন্যান্য ধর্মানুসারী ও সংস্কৃতির মানুষের কাছে এই পবিত্র কিতাবের সৌন্দর্য ও অলৌকিকতা উপস্থাপনের জন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

কমেন্টসমুহ
সিক্রেট ডাইরি সিক্রেট ডাইরি

Top